ঠিকাদার কর্মীকে মারধরের অভিযোগ BJP পরিচালিত ধান্যঘড়ি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে।জানা গেছে,একটি ঠিকাদার সংস্থার অধীনে ট্রাক্টর চালিয়ে মাটি ফেলার কাজ করতেন জখম শান্তনু সামন্ত।অভিযোগ,রাস্তায় যানজট লাগায় বন্দর হাইস্কুলের সামনে সোমবার তাঁর ট্রাক্টার দাঁড় করিয়ে দেন প্রধান।ট্রাক্টারটি পিছিয়ে নিতে বলেন।অভিযোগ,সেখানে তাকে মারধর করা হয়।সহকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে যান।মঙ্গলবার তাঁকে ছুটি দেওয়া হয়।প্রধানের শাস্তির দাবিতে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।