উত্তর দিনাজপুর ডিস্টিবিউটার্স এ্যসোশিয়েশনের দ্বিবার্ষিক ১১ তম সাধারণ সভা অনুষ্ঠিত হোলো চেম্বার অফ কর্মাসের সভাগৃহে। শনিবার দুপুরে সংগঠনের সম্পাদক বার্নিক রায় বলেন, তাদের এই সাধারণ সভা থেকে নতুন কমিটি করা হবে। এই সংগঠন নিজেদের সদস্যদের সমস্যা দূরীকরণের পাশাপাশি সমাজসেবা মুলক কাজকর্ম করে থাকে।