পোস্টাল ব্যবস্থা কে বাঁচাতে সি আই টি ইউ এর পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা মুখ্য ডাকঘর বিভাগের সুপারিনটেন্ট অফ পোস্ট অফিসে ৬ দফা দাবী নিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। আজ বৃহস্পতিবার দুপুর একটায় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের মুখ্য ডাক ঘর বিভাগে ছয় দফা দাবী নিয়ে সি আই টি ইউ এর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। সি আই টি ইউর জেলা সম্পাদক দীপঙ্কর দে বলেন আমরা গত কাল থেকে সময় চেয়েছিলাম আজ সময় দিয়েছে আজ মূলত ছয় দফা দাবী জানিয়েছে