হনুমানের আতঙ্কে অতিষ্ঠ পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের রাজারপুর এলাকার বাসিন্দারা। গত ৩-৪ দিন ধরে একটি হনুমান এলাকায় ব্যাপক উৎপাত করছে, মানুষদের বাড়ি থেকে খাবার খেয়ে নেওয়ার পাশাপাশি কাউকে কামড়াতে যাওয়া, কাউকে তাড়া করা, এমন ঘটনা ঘটাচ্ছে বিগত কয়েকদিন ধরে। ফলে আতঙ্কিত এলাকার বাসিন্দারা এদিন এলাকারই এক গৃহবধূ তিনি জানান ছাদে গিয়েছিলাম কাপড় মেলতে আর সেই সময় হঠাৎই হনুমানটি ছাদের মধ্যেই তারা করে। এমন অনেক জনকেই তাড়া করে।