বর্ধমান ১: মাছ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু কাটোয়া-মেমারি রোডে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল মাছ ব্যবসায়ীর
মাছ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু কাটোয়া-মেমারি রোডে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল মাছ ব্যবসায়ীর।পূর্ব বর্ধমানের কাটোয়া থানার জামড়া গ্রাম শোকস্তব্ধ । রবিবার সকালেই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দামড়া গ্রামের বাসিন্দা ও পেশায় মাছ ব্যবসায়ী সন্তোষ ঘোষের বয়স 37 বছর। প্রতিদিনের মতো রবিবার ভোরবেলা তিনি বাড়ি থেকে মোটরসাইকেলে চড়ে বেরিয়েছিলেন সাতগেছিয়ায় মাছ কেনার উদ্দেশ্যে। কিন্তু আর ফেরা হল না তাঁর।