কাকিমা ও তার বাপের বাড়ির লোকজন মিলে পিটিয়ে খুন করলো বছর আঠারোর এক তরতাজা যুবককে। মৃত যুবকের নাম ইয়ার মহম্মদ সেখ বয়স মাত্র আঠারো বছর, বাড়ি প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের পাকুড় জেলার পাকুরিয়া থানার সল্লা গ্রাম । সে এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতো । মৃত যুবকের বাবা জানান তার বৌদি প্রায়ই তার দাদাকে মারধর করত এমনকি খেতে পর্যন্ত দিত না । তার দাদা এই বিষয়ে তাদেরকে জানানোর পর তারা বৌদিকে জিজ্ঞাসা করতে গেলে, তা ছেলের উপর চড়াও হয়