ইটাহার: নির্বাচন কমিশনকে দোষর বানিয়ে SIR এর নামে চক্রান্ত করছে BJP, ইটাহার স্কুল পাড়ার দলীয় কর্মসূচি থেকে তোপ MLA মোশারফ হুসেনের
নির্বাচন কমিশনকে দোষর বানিয়ে ভোটার বাদ দেওয়া চক্রান্ত করছে বিজেপি, ইটাহার অঞ্চলে SIR সহায়তা কেন্দ্র উদ্বোধন করে বিজেপি ও নির্বাচন কমিশনকে তোপ সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি মোশারফ হুসেনের। তাই এবার সাধারণ মানুষকে সতর্কীকরণ করতে বুথে বুথে চটি বৈঠক করবে ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস। এদিন এমনই নির্দেশ দিলেন মোশারফ। সাধারণ মানুষের মন থেকে SIR সংক্রান্ত ভীতি দূর করে রাজ্য সরকার তাদের পাশে আছে এই ভরসা যোগাতে হবে।