কালনা ১: মন্তেশ্বর এর তুল্লা গ্রামে মানসিক অবসাদের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক ব্যক্তি
মানসিক অবসাদের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক ব্যাক্তি,মৃত ওই ব্যক্তির নাম সিরাজ শেখ (৫২)। বাড়ি মন্তেশ্বর থানার শুশুনিয়া পঞ্চায়েতের তুল্লা এলাকায়। আজ সকালে বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। পরবর্তী সময় বাড়ির লোকজনেদের বিষয়টি নজরে পড়লে তাকে উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে। শনিবার দুপুর ৩. ৩০ নাগাদ মৃতদেহের ময়না তদন্ত সম্পন্ন হয় কালনা মহকুমা হসপিটালে।