ইসলামপুর: রাজ্য সরকারের নির্দেশে ইসলামপুরেও শুরু হলো টোটো রেজিষ্ট্রেশন
রাজ্য সরকারের নির্দেশে ইসলামপুরেও শুরু হলো টোটো রেজিষ্ট্রেশন। বৃহস্পতিবার ইসলামপুর কোর্ট ময়দানে ইসলামপুর RTO অফিস থেকে এই টোটো রেজিষ্ট্রেশনের কাজ চলছে। RTO অফিস সূত্রে জানাগিয়েছে ২০,২৬,ও ২৮ তারিখে ইসলামপুর কোর্ট ময়দানে টোটো রেজিষ্ট্রেশনের কাজ চলবে।ইসলামপুর শহর সহ ইসলামপুর ব্লকের সমস্ত টোটোর রেজিষ্ট্রেশন এই তিন দিন ধরে করা হবে।আজকের টোটো রেজিষ্ট্রেশনে উপস্থিত ছিলেন টোটো ইউনিয়নের সভাপতি প্রেমকমল রায় চৌধুরী সহ টোটো ইউনিয়নের সদস্যরা। জানা গেছে TTN ও WP এই দুই