শালবনীতে উন্নয়নের পাঁচালী। গ্রামে গ্রামে গিয়ে তৃণমূলের উন্নয়নের পাঁচালী শোনাচ্ছেন মহিলারা। আজ বুধবার শালবনির কানাইলাল বুথে বিকেল প্রায় সাড়ে চারটে নাগাদ দেখা গেল তৃণমূলের উন্নয়নের পাঁচালী গ্রামে তৃণমূলের মহিলা কর্মীরা একসাথে বসে শুনছেন এবং পাঠ করছেন. ঋণ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অঞ্চল সভানেত্রী চম্পা পাল, এবং অঞ্চল প্রধান শক্তি পালসহ অন্যান্যরা.