কালনা ১: কালনায় শুরু হচ্ছে পঞ্চম বর্ষের বইমেলা, উদ্বোধনের আগে রক্তদান শিবির, সাংবাদিক সম্মেলন, জন্মান্ধ সুমন বৈদ্যের রক্তদান
কালনা বইমেলা ২০২৫ পঞ্চম বর্ষ শুরু হচ্ছে আগামীকাল রবিবার থেকে। তার আগে এদিন শনিবার রক্তদান শিবির এবং সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো কালনা বইমেলা প্রাঙ্গনে। কালনা একপেরিয়া রাইস মিল মাঠ (এলআইসি অফিসের পিছনে) ২১শে ডিসেম্বর থেকে শুরু হওয়া বই মেলা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। সাহিত্যিকদের নিয়ে সম্মেলন, কুইজ, অঙ্কন প্রতিযোগিতা, সেমিনার, থ্যালাসেমিয়া নির্ণয়, সংগীত সন্ধ্যা সহ বিভিন্ন অনুষ্ঠানে জমজমাট থাকবে এই কদিন।