কৃষ্ণগঞ্জ কৃষাণ মান্ডিতে SIR এর শুনানিতে এসে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন সাধারণ মানুষ। স্বামী কেরলে যোগালির কাজ করেন। কাগজপত্র সব নিয়ে এসে দেখালেও তাঁকে বলা হয় কেরল থেকে যে তিনি এসেছেন এবং কেরলে যে তিনি আছেন সেই সব ডকুমেন্টস আনতে হবে। রাজমিস্ত্রি স্বামী, স্ত্রীর দাবী বাইরে কাজ করে, স্বামীর সব কাগজ জমা দিয়েছি, আরও প্রমাণ চাইছে এসআইআর শুনানিতে মাথায় ইট এনে প্রমাণ দিতে হবে ক্ষোভ স্ত্রীর, কারও স্বামী ভিন রাজ্যে শ্রমিকের কাজ করে তো কারও সন্তান কাজের সুত্রে বাইর