পবিত্র কোরান সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে নদীয়ার হরিণঘাটার বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে ফেটে পড়ল মুসলিম সমাজ। সোমবার রাতে কৃষ্ণনগর কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান শত শত মানুষ। উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বিক্ষোভকারীরা বিধায়কের কুশপুত্তলিকাও দাহ করেন।অভিযোগ, সাম্প্রতিক এক বক্তব্যে বিধায়ক অসীম সরকার পবিত্র কোরান নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন, যা ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে। এরই প্রতিবাদে বিক্ষোভ ও অভিযোগ দায়ের।