ডেবরা: ডেবরায় সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন একতা যাত্রার আয়োজন,উপস্থিত বিজেপি নেতৃত্বরা
রবিবার বিকেল চারটে নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলা ডেবরা ব্লক এর ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে বাজার পর্যন্ত সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্মদিন উপলক্ষে একতা যাত্রার আয়োজন করা হয়।এই একতা যাত্রায় একাধিক বিজেপি নেতা উপস্থিত ছিলেন। জাতীয় পতাকা এবং ব্যান্ড সহযোগে এই একতা যাত্রা আয়োজিত হয়।