জলঙ্গি ব্লকের ফরিদপুর অঞ্চলের কে এন হাইস্কুলে অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার প্রতিবাদে রাস্তা অ-বরোধ করে বি-ক্ষোভ পড়ুয়াদের। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে। অতিরিক্ত ভর্তি ফি নেওয়া হয়েছিল আর তারই প্রতিবাদী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন পড়ুয়ারা। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন। পুলিশের আশ্বাস ে অবরোধ তুলে নেয় পড়ুয়ার।