ইটাহার: SIR পক্রিয়া শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হল ইটাহারে BDO অফিস প্রাঙ্গণে, উপস্থিত BDO
SIR পক্রিয়া শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হল ইটাহারে। মঙ্গলবার প্রশাসনের পক্ষ থেকে ইটাহার BDO অফিস প্রাঙ্গণে এই প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গিয়েছে, ইটাহার ব্লকে BLO রা ইতিমধ্যে ভোটারদের ইনিউমারেশন ফর্ম অধিকাংশ বিতরণ করেছেন। এবার BLO অ্যাপে সেই ইনিউমারেশন ফ্রম আপলোড করার কাজ শুরু করবেন তারা। তাই এদিন ইটাহারের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে SIR পক্রিয়া শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করাতে বৈঠক করেন BDO দিব্যেন্দু সরকার।