রঘুনাথপুর ১: পাড়া থানার পলাশকোলা গ্রামের কাছে ট্রেলারে ধাক্কা,যুবকের মৃত্যু,দেহ উদ্ধার করে PMএ পাঠাল রঘুনাথপুর থানার পুলিশ
মোটর বাইক নিয়ে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে যাওয়ার পথে বুধবার রাত্রে মর্মান্তিক ভাবে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। বছর 20র মৃত ঐ যুবকের নাম কর্ণ মাহাত। তার বাড়ি পুরুলিয়ার মফস্বল থানার অন্তর্গত পোদলারা গ্রামে। জানা যায় যুবকটি বুধবার রাত্রে মোটর বাইকে করে বাড়ি ফিরছিল। ঐ সময় পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে পাড়া থানার অন্তর্গত পলাশকোলা গ্রামের কাছে একটি ট্রেলালের সাথে তার মোটর বাইকটির ধাক্কা হলে সে রক্তাক্ত অবস্হায় রাস্তার উপর ছিটকে পড়ে।