পাড়া: “সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও”— পাড়া ব্লকে মূলনিবাসী বহুজন ঐক্য মঞ্চে সংবিধান দিবস পালিত
Para, Purulia | Nov 26, 2025 বুধবার দুপুর ১২টা নাগাদ মূলনিবাসী বহুজন ঐক্য মঞ্চের উদ্যোগে “সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও” স্লোগানকে সামনে রেখে পাড়া ব্লকের কমিউনিটি হল সংলগ্ন আম্বেদকর মঞ্চে যথাযোগ্য মর্যাদায় পালন করা হল সংবিধান দিবস। অনুষ্ঠানের সূচনায় সংগঠনের প্রতিনিধিরা যৌথভাবে ড. বি. আর. আম্বেদকরের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর