কালনা থানা এলাকায় ১৫ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। গতকাল সোমবার দুপুরে এই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে গত এক সপ্তাহ আগে আর ওই এলাকায় ভাড়া এসেছিল তারা। এরপরই তার বাবা কাজে চলে গেলে সেই সুযোগ নিয়ে প্রতিবেশী ওই যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপরই ওই নাবালিকার বাবা বাড়ি ফিরে এলে তাকে পুরো ঘটনা জানালে, এরপরই কালনা থানার দারস্থ হয় নির্যাতিতা ওই নাবালিকার বাবা।