চলছে এস আই আর এর শুনানি পর্ব। এই সোনালী পড়বে যাতে সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়, কোনরকম সমস্যার সম্মুখীন না হয় সেই কথা মাথায় রেখে বিজেপির তরফে খোলা হয়েছে এসআইয়ের সহায়তা কেন্দ্র। শালবনী বিধানসভার সালবনী 2 নম্বর মন্ডলে বিজেপির তরফে আয়োজিত হয়েছে এস আই আর সহায়তা কেন্দ্রের। আজ শনিবার ছিল এই সহায়তা কেন্দ্রের তৃতীয়তম দিন। এদিন বেলা প্রায় তিনটে নাগাদ দেখা গেল শিবিরে উপস্থিত বিজেপি নেতৃত্বরা।