রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃনমূলের প্রার্থী মুকুটমনি অধিকারীর নমিনেশন জমার দিনে মুকুটমনি বলেন জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী দেড় থেকে দুই লাখ ভোটে জিতবো।এই প্রসঙ্গে চন্দননগর থেকে ফোন কলে প্রতিক্রীয়া দিলেন নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা BJP র সম্পাদক নির্মল কুমার বিশ্বাস তিনি বলেন উনি প্রার্থী হয়েছেন উনি তো বলবেই ১০০ শতাংশ জিতবো,সে জবাব তো মানুষে দেবে।