তুফানগঞ্জ বিধানসভার বিধায়ক মালতি রাভার মন্তব্যের পাল্টা জবাব দিনহাটা থেকে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দিনহাটায় এই পাল্টা জবাব দেন তিনি। মূলত এদিন সাংবাদিক বৈঠক করে তুফানগঞ্জ বিধানসভার বিধায়ক বলেন উদয়ন গুহ গুন্ডামি করছে।বাম আমলে অত্যাচার করেছে তৃণমূলে এসে আরো করছে। তার এই মন্তব্যের পাল্টা জবাব এদিন তিনি দ