গঙ্গাজলঘাটি: বড়শাল অঞ্চলের INTTUC কাপ শুভ উদ্বোধন হল আজ, উপস্থিত INTTUC শ্রমিক সংগঠনের সভাপতি
বাঁকুড়া সাংগঠনিক জেলা INTTUC এর উদ্যোগে জী.ঘাটী ব্লক -2 অন্তর্গত বড়শাল অঞ্চলের রাধামাধবপুর ফুটবল মাঠে শুভ উদ্বোধন হলো INTTUC কাপ. উপস্থিত ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা INTTUC শ্রমিক সংগঠনের সভাপতি রথীন ব্যানার্জী। এই ফুটবল খেলা দেখার জন্য মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।