গলসি দু'নম্বর ব্লকের BLO-রা নির্বাচন কমিশনের বিরুদ্ধে পথে নেমে নিজেদের সুরক্ষার দাবিতে আন্দোলনে নামলো গলসি ২ নম্বর ব্লক অফিসের সামনে। BLO দের দাবি প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। যেহেতু সরাসরি মানুষের সঙ্গে BLO দের যোগাযোগ বেশি অতএব ভোটার লিস্টে প্রকৃত ভোটারের নাম বাদ পড়লে মানুষ BLO কে দায়ী করবে। BLOদের সঙ্গে কোন কিছু ঘটে গেলে তার দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। তার দাবিতে গন ইস্তফা BLOদের