পটাশপুর ২: জরারনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ১৪-০ আসনে জয়ী তৃণমূল কংগ্রেস
পূর্ব মেদিনীপুর জেলার হেঁড়িয়া তে জরার নগর সভায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচনে ১৪ টি আসনের জয়ী হল তৃণমূল কংগ্রেস |এখানে মোট আসন ছিল 14 টি, 14 টি আসনেই বিজেপিকে পরাস্ত করে জয়ী হয় তৃণমূলcongress, জয় লাভের পর সবুজ আবির মেখে বিজয় উল্লাস মেতে ওঠে তৃণমূলের কর্মী সমর্থকরা.