এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গাজোলে সেলাই প্রশিক্ষণ সেন্টারের শুভ উদ্বোধন হয়ে গেল। এদিন শনিবার বেলা একটার নাগাদ গাজোল ব্লক উৎকর্ষ বাংলার উদ্যোগে গাজোল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রাঙা ভিটা এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের পাশে রানীগঞ্জ শিক্ষা ও কর্ম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ট্রেনিং প্রোভাইডারের এই সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়।জানা গিয়েছে,এই প্রশিক্ষণ কেন্দ্রে মোট ৩৩ জন মহিলাকে প্রতিদিন চার ঘণ্টা করে টানা চার মাস সেলাইয়ের প্রশিক্ষণ দেওয়া হবে।