সকালের তুলনায় সন্ধ্যার পর মেদিনীপুর শহর সংলগ্ন এলাকায় তাপমাত্রা কিছুটা বাড়লো। মরশুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মঙ্গলবার সকাল ছটা নাগাদ ৮.১৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ তাপমাত্রা দাঁড়ালো ১২.২৬ ডিগ্রি সেলসিয়াস। যা অনেকটাই স্বস্তির বলে মনে করছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগের অধ্যাপক গন। আশঙ্কা রয়েছে আগামী দিনে আরো তাপমাত্রা নামার।