ভাঙড় ২: শাহজান শেখ এর মত পরিস্থিতি হবে শওকত মোল্লাকে উদ্দেশ্য করে সুর চড়ালেন তৃণমূল নেতা রফিকুল ইসলাম
আজ অর্থাৎ শনিবার চারটে নাগাদ তৃণমূল ভবনে মিটিং সেরে সরাসরি শওকত মোল্লার নির্বাচনের টিকিট নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ভাঙ্গড়ের বিতর্কিত তৃণমূল নেতা রফিকুল ইসলাম। শুধু তাই নয় তিনি বলেন, আর কদিন পরে শাহজাহান শেখের মত পরিস্থিতি হবে শওকাত মোল্লা।যা নিয়ে রীতিমতো জল ঘোলা হতে শুরু করেছে ভাঙ্গড় তথা ক্যানিং এর রাজনৈতিক মহলে।