বালি-জগাছা: ছত্রিশ ঘন্টা কেটে গেলেও এখনো অধরা অভিযুক্ত বাসু চৌধুরী
ছত্রিশ ঘন্টা কেটে গেলেও এখনো অধারা অভিযুক্ত বাসু চৌধুরী উল্লেখ্য বৃহস্পতিবার আনুমানিক রাত ১০ঃ৩০ নাগাদবালি সাপুইপারা বসুকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মন্ডল কে খুব কাছ থেকে গুলি করে এক দুষ্কৃতী এখনো পর্যন্ত অধরা এলাকার কুখ্যাত দুষ্কৃতি বাসু চৌধুরী বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজের মাধ্যমে চলছে তল্লাশি অভিযান। এই ঘটনায় বাসু চৌধুরীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ জন্য নিয়ে আসা হয় থানায়