মুরারই ২: মিএপুর অঞ্চলের মিএপুর বাসস্ট্যান্ডে SBSTC নতুন বাসের ফিটে কেটে শুভ উদ্বোধন করলেন মুরারই বিধানসভার বিধায়ক
জানা যায় মুর্শিদাবাদ জেলার ওমরপুর থেকে বীরভূমের সিউড়ি পর্যন্ত। আজ 24 নভেম্বর সোমবার আনুমানিক সকালের দিকে। বীরভূম জেলার মুরারই ২ ব্লকের অন্তগত মিএপুর অঞ্চলের।মিএপুর বাসস্ট্যান্ডে SBSTC নতুন বাসের ফিটে কেটে শুভ উদ্বোধন করলেন মুরারই বিধানসভার বিধায়ক ডাক্তার মোশারফ হোসেন।এর পাশাপাশি SBSTC বাসের ড্রাইভারকে গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।এদিন উপস্থিত ছিলেন মুরারই২ পঞ্চায়েত সমিতির সভাপতি মোকাম্মেল হোসেন।