ভোটকৌশল সংস্থা আই-প্যাকের অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর অভিযানকে কেন্দ্র করে উত্তাল গোটা রাজ্য। এই অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় পথে নামল তৃণমূল কংগ্রেস। চাঁচল ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মালদার চাঁচল শহরের নেতাজি মোড়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। ব্লক তৃণমূল নেতৃত্বের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে শাসকদল কে ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি।