তুফানগঞ্জ ২: SIR এর কাজে তদারকি করতে তুফানগঞ্জ দুই ব্লকের বিভিন্ন GP এলাকায় ঘুরলেন রাজ্যের পরিবহন প্রতিমন্ত্রী,জোড়াইমোরে করলেন বৈঠক
শনিবার বিকেলে তুফানগঞ্জ দুই ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় এস আই আর এর কাজ খতিয়ে দেখেন রাজ্যের পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল। এরপরই ভানুকুমারী দুই গ্রাম পঞ্চায়েতের জোরাইমোর এলাকায় গুরুত্বপূর্ণ বৈঠক করেন দলীয় কর্মীদের নিয়ে। তুফানগঞ্জ বিধানসভায় এস আই আর এর কাজে খুশি তিনি। তবে তিনি জানান যদি বৈধ কোন ভোটারের নাম তালিকা থেকে বাদ যায় তাহলে দিল্লি যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।