উদয়পুর: TYF, DYFI অমরপুর নওজোয়ান ভারত সভার ১০০ বছর ও বিপ্লবী ভগৎ সিং,সূখদেব,রাজগুরু-র ৯৫তম শহিদান দিবস উপলক্ষে মশাল মিছিল অমরপুর
TYF, DYFI অমরপুর বিভাগীয় কমিটির উদ্যোগ নওজোয়ান ভারত সভার ১০০ বছর ও বিপ্লবী ভগৎ সিং,সূখদেব,রাজগুরু-র ৯৫তম শহিদান দিবস উপলক্ষে মশাল মিছিল অনুষ্ঠিত হয় অমরপুর বাজারে। অমরপুর সিপিআইএম বিভাগীয় পার্টি অফিস থেকে এই মশাল অনুষ্ঠিত হয়।