তেলিয়ামুড়া: বাচ্চা চুরি করার অভিযোগে এক ব্যক্তিকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হতে তুলে দেয় এলাকাবাসী,ঘটনা ইচারবিল ইট ভাট্টা চৌমুহনীতে
শনিবার সকাল ৯ টা ৩০ মিনিট নাগাদ এটার বিল ইট বার্তা চৌমুনি এলাকায় বাচ্চার চুরি করার অভিযোগে এক ব্যক্তিকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এলাকার লোকজন। জানা যায় আহত ব্যক্তি বহিঃরাজ্যের, বর্তমানে তার চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। পুলিশ তদন্ত শুরু করে।