হাওড়া পৌরসভার আরবান আশা কর্মীদের গতকালের পর আজও লাগাতার কর্মবিরতি ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন। হাওড়া পৌরসভা মোট আরবান আশা কর্মী প্রায় 300 জন। মূলত দাবী গুলো হল কর্মরত অবস্থায় মৃত কর্মীর পরিবারকে ৫ লক্ষ টাকা সহায়তা। এবং চার মাসে ইন্সেনটিপ বকেয়া টাকা মেটানোর দাবিতে। এবং মিনিমাম ১৫ হাজার টাকা বেতন দিতে হবে এই দাবি নিয়ে আজ পৌরসভা গেটের সামনে বিক্ষোভ