বারবিশা চৌপথীতে আলিপুরদুয়ার জেলা পরিষদের উদ্যোগে লাগানো হয়েছিল বেশ কয়েকটি সোলার লাইট। দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় রয়েছে লাইট গুলি। শনিবার বারবিশা চৌপথীতে এমনটাই লক্ষ্য করা গেল। জানা গিয়েছে, কয়েক বছর আগে আলিপুরদুয়ার জেলা পরিষদের পক্ষ থেকে বারবিশা চৌপথীতে ৩১ নম্বর সি জাতীয় সড়কের ডিভাইডারে বেশ কয়েকটি সোলার লাইট লাগানো হয়েছিল। স্থানীয়রা জানান, লাইট গুলি লাগানোর কিছুদিনের মধ্যেই সেগুলি বিকল হয়ে পড়ে। পরবর্তীতে আর লাইট গুলি মেরামতের করা হয়নি।