খণ্ডঘোষ: দলীয় নির্দেশে এস আই আর এর কাজ পরিদর্শনে আসলেন মন্ত্রী অরূপ বিশ্বাস পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে
দলীয় নির্দেশ অনুযায়ী এফ আই আর এর কাজ কিভাবে চলছে এবং প্রত্যেকটা কর্মীরা পর্যবেক্ষণ কেমন ভাবে করছে সেই পর্যবেক্ষণ কে পরিদর্শন করলেন পূর্ব বর্ধমানের খন্ডঘোষ ও রায়না এলাকায় মন্ত্রী আরো বিশ্বাস শনিবার বিকেলে উপস্থিত হয়ে এলাকার কর্মীদের সঙ্গে সকল এছাড়াও বিধায়কদের সঙ্গেও কথা বলেন বলে জানা গিয়েছে।