কলকাতা: কলকাতায় নৌসপ্তাহ ২০২৫: দর্শনার্থীদের জন্য উন্মুক্ত দুই যুদ্ধজাহাজ
নৌসপ্তাহ ২০২৫ উপলক্ষে ভারতীয় নৌসেনার দুটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ—আইএনএস খানজর ও আইএনএস কোরা—শুক্রবার কলকাতার খিদিরপুর ডকে নোঙর ফেলে। এদিন জাহাজ দুটির উপস্থিতি ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা যায়। শুক্রবার বিকেল চারটে নাগাদ বিশেষ সূত্রের খবর অনুযায়ী, আইএনএস খানজর আগামী ২৮ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।