গোয়ালপোখর ১: গোয়ালপোখরের পাঞ্জিপাড়ার নিয়ামতপুর এলাকায় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম দুই যুবক
গোয়ালপোখরের পাঞ্জিপাড়ার নিয়ামতপুর এলাকায় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম দুই যুবক। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জখম দুই যুবকের বাড়ি গোয়ালপোখর থানার সাতভিটা এলাকায়। বাইকে করে মজলিশপুর থেকে বাড়ি ফেরার পথে পিছন দিক থেকে বাইকে করে দুই দুষ্কৃতী গুলি করে পালিয়ে যায়। তবে কি কারনে ওই দুই যুবককে গুলি করল দুষ্কৃতীরা তা এখনো স্পষ্ট জানা যায়নি। জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনার