বাসন্তীর চুনাখালি বড়িয়ায় কার্তিক মহারাজকে দেখে গাড়ি সামনে বসে পড়ে মহিলারা গো ব্যাক স্লোগান মহিলাদের। শুক্রবার বিকেলে বাসন্তীর চুনাখালির দক্ষিণ ঘেরি হরি মন্দির প্রাঙ্গণে হিন্দু জাগরণ মঞ্চের ডাকে হিন্দু সম্মেলনে যোগ দিতে এদিন আসেন কার্তিক মহারাজ। বড়িয়া বাজারে আসতেই তাকে মহিলারা গো ব্যাক স্লোগান দিতে থাকেন। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে পড়ে। বস্তুত এদিনের হিন্দু সম্মেলনে, কার্তিক মহারাজের পাশাপাশি, সঞ্জয় শাস্ত্রী, বিকর্ন নস্কর ছাড়াও অ