শহিদ মাতঙ্গিনী: SIR প্রতিবাদে SUCIপ্রতিবাদ মিছিল শহীদ মাতঙ্গিনী ব্লক মেছাদায় উপস্থিত রাজ্য নেতৃত্ব
SIR প্রতিবাদে SUCIপ্রতিবাদ মিছিল শহীদ মাতঙ্গিনী ব্লক মেছাদায়। শনিবার দুপুর একটায় শহীদ মাতঙ্গিনী ব্লক মেছাদা জেলা কার্যালয়ে ক্ষুদিরাম ভবনে থেকে মিছিল শুরু হয়। প্রায় তিন শতাধিক কর্মী সমর্থকরা মিছিলে পা মিলান। উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক চন্ডীদাস ভট্টাচার্য, রাজ্য সম্পাদকমন্ডলী সদস্য অনুরূপা দাস, অমর মাইতি সহ অন্যান্য নেতৃবৃন্দ।