ফের শালবনীতে হাতির দল, শালবনীর মিরগা বিটে আবারোও জঙ্গলে প্রবেশ করল হাতির দল। আজ সোমবার সন্ধ্যা প্রায় ছয়টা নাগাদ সালবনির মিরগার জঙ্গলে লক্ষ্য করা যায় হাতির দলটিকে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে বেশ কয়েকটি হাতি রয়েছে এই দলটিতে। হাতির দলটি লোকালয়ে যাতে প্রবেশ করতে না পারে তার জন্য হাতির দলের সঙ্গেই রয়েছে বনদপ্তরের টিম। ইতিমধ্যেই সাবধানও করা হয়েছে এলাকাবাসীদের।