মঙ্গলবার আইএনটিটিইউসির ২৮তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো রাজনগরে। তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে রাজনগর বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে দলীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পতাকা উত্তোলন করেন আইএনটিটিইউসির রাজনগর ব্লক সভাপতি মানিক সেন। এই উপলক্ষে তৃণমূল নেতৃত্ব দিনটির তাৎপর্য তুলে ধরেন এবং আগামী ২৬ তারিখের নির্বাচনে তৃণমূলকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মানিক সেন, ব্লক সাধারণ সম্পাদক মহম্মদ শরীফ।