ফকিরডাঙ্গা ঘোলাপাড়া গ্রাম পঞ্চায়েতের বাহিরচড়া উত্তরপাড়া সহ একাধিক গ্রামে শুরু হয়েছে ব্যাপক হারে গঙ্গা ভাঙ্গন,ভাঙ্গনের কবলে একাধিক গ্রামে বিঘের পর বিঘে কৃষি জমি,স্থানীয় পঞ্চায়েত থেকে জেলা প্রশাসন এ বিষয়ে একেবারই নিরব,কৃষিজীবী মানুষদের দাবি এভাবে ভাঙ্গন চলতে থাকলে কৃষি জমির পর গ্রামটাই চলে যাবে ভাগীরথীর গর্ভে,অসহায় কৃষকদের দাবি গঙ্গা ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নিক প্রশাসন,না হলে যেটুকু জমি অক্ষত আছে সেটাও চলে যাবে ভাগীরথীর গ্রাসে।