বরাবাজার: জেলায় ২২৮ টি বুথে ১০০ শতাংশ এনুমারেশন ফর্ম জমা প্রসঙ্গে বরাবাজার থেকে বিধায়কের প্রতিক্রিয়া
রাজ্য সরকার পিকে টিমকে দিয়ে রাত্রে ভিডিও অফিসে বসে সমস্ত ফর্ম ডাউনলোড করেছে। যারা এই কাজ করেছে তাদের কপালে দুঃখ আছে, মঙ্গলবার সন্ধ্যায় বরাবাজার থেকে এমনই বললেন বলরামপুর বিধানসভার বিজেপির বিধায়ক বানেশ্বর মাহাতো। নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী সারা পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে পুরুলিয়া জেলাতে মোট ২২৮ টি বুথে, গত ২০০২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত একটিও ভোটার মারা যায়নি বা স্থানান্তরিত হয়নি। সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে বিধায়ক এ দিন এই ম