মানিকচক: কমিউনিটি টয়লেট ও কংক্রিট ঢালাই রাস্তার কাজের সূচনা হল কাকরিবাধা এলাকায়
মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মথুরাপুর কাকরিবাধা সংসদে একটি কমিউনিটি টয়লেট এবং ঢালাই রাস্তার উদ্বোধন হলো। ২০২৫-২৬ এর আর্থিক বছরে ফিফটিন ফিন্যান্স থেকে এই কমিউনিটি টয়লেট এবং ঢালাই রাস্তার কাজের সূচনা করলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মাঙ্গনি মন্ডল ও জয়ন্ত মহালদার। প্রায় চার লক্ষ টাকা ব্যয়ে এই দুটি কাজের সূচনা হয়। এদিন উপস্থিত ছিলেন বিজেপির মন্ডল সভাপতি সুভাষ যাদব। দুটি কাজ সকলের সহযোগিতায় সম্পন্ন করতে বার্তা রাখা হয়।