মঙ্গলকোট: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বিজেপির মঙ্গলকোট ব্লকের প্রাক্তন সভাপতির, শোকস্তব্ধ রাজনৈতিক মহল
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বিজেপির মঙ্গলকোট ব্লকের প্রাক্তন সভাপতি উত্তম ঘোষের। আর তার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। বিজেপির নেতাকর্মীরা শনিবার তার মরদেহে পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান। শ্মশান ঘাটে হাজির ছিলেন মঙ্গলকোট বিধানসভার প্রাক্তন কনভেনার অলোকতরঙ্গ গোস্বামী, জেলা সম্পাদিকা বুলবুল গোস্বামী, বিজেপির স্থানীয় মন্ডল কমিটির সভাপতি কার্তিক বাগ সহ অনান্যরা। জানা গিয়েছে, এদিন আনুমানিক বিকাল ৪টা নাগাদ উত্তম ঘোষের শেষকৃত্য সম্পন্ন হয়।