নদীয়ার পলাশীপাড়া বড় নলদহ গ্রাম থেকে বাবরি মসজিদের নির্মাণ কাজে ইঁট দান। মুর্শিদাবাদের বেলডাঙায় প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণের জন্য অনুদান হিসেবে ইঁট ও নগদ অর্থ সংগ্রহের যে উদ্যোগ শুরু হয়েছে, তাতে এবার শামিল হল প্রতিবেশী জেলা নদীয়ার বাসিন্দারাও। আজ মঙ্গলবার নদীয়ার পলাশীপাড়া থানা এলাকার বড় নলদহ গ্রাম থেকে স্থানীয়দের উদ্যোগে সংগৃহীত ৮,৫০০টি ইঁট ৮৫টি টোটো গাড়িতে করে পাঠানো হল মুর্শিদাবাদে। মঙ্গলবার আনুমানিক বিকেল পাঁচটা নাগাদ সেই ছবি উঠে এলো