ঘটনাটি তুফানগঞ্জ দুই ব্লকের রামপুর দুই গ্রাম পঞ্চায়েতের মধুর ভাষা এলাকার ঘটনা। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। জানা গেছে মধুর ভাষা এলাকার দুটি বুথের স্থানীয় বাসিন্দারা রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমে ওই এলাকায় একটি শ্মশান নির্মাণের কাজ শুরু করেন। অভিযোগ গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বন বিভাগের তরফে এসে সেই নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয় । ওই জায়গাটি বনদপ্তরের বলে দাবি করে বন দপ্তর। ঘটনায় ব্যাপক খোভ তৈরি হয় এলাকায়।