মাটিয়ালি: আজগর পাড়া এলাকায় বুনো হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হল তিন বিঘা জমির সবজি খেত, এঘটনায় ঐ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে,
আজগর পাড়া এলাকায় বুনো হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হল তিন বিঘা জমির সবজি খেত। এঘটনায় ঐ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে হাতিটি পানঝোরা জঙ্গল থেকে বের হয়ে চলে যায় আজগর পাড়া এলাকায়। সেখানেই জমিতে থাকা,আলু, ঢেড়স, লংকা সহ সবজি খেয়ে পা দিয়ে মাড়িয়ে নষ্ট করে দেয়। এরপরই খবর খুনিয়া রেঞ্জের বনকর্মিরা এসে সকাল ছয়টা নাগাদ হাতিটিকে তাড়িয়ে ফের জঙ্গলে ঢুকিয়ে দেয়।